প্রকাশিত: Mon, Jun 19, 2023 9:27 AM
আপডেট: Tue, Jan 27, 2026 5:01 PM

সাংবাদিক নাদিম হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে উঠবে : আইনমন্ত্রী

এম এম লিংকন: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, তদন্ত শেষ হলেই এই মামলাটি ট্রাইব্যুনালে পাঠানো হবে। 

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের ১৫১তম রিফ্রেশার কোর্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

১৫১তম রিফ্রেশার কোর্স উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার। 

উল্লেখ্য, ১৪ জুন পেশাগত কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়। 

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান। র‌্যাব বলেছে, চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর দুর্নীতির নিউজ প্রকাশ করার জেরে সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব